বগুড়ার দুপচাঁচিয়ায় স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গত রোববার অভিযান চালিয়ে স্ত্রীর যৌতুকের মামলার আসামি স্বামী আমিনুর রহমান (৩৮) গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের বড়নিলাহালী গ্রামের আশরাফ আলীর ছেলে আমিনুর রহমানের সাথে প্রায় ১৮ বছর আগে একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে নাজমিন নাহার শাপলার (৩৩) বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এদিকে বিয়ের পর থেকে তার স্বামীসহ পরিবারের লোকজন যৌতুক হিসেবে তিন লাখ টাকা দাবি করে। সে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। ঘটনার দিন গত ২৯ এপ্রিল মঙ্গলবার বেলা আনুমানিক ১১টায় তার স্বামীসহ পরিবারের লোকজন পুনরায় যৌতুকের টাকা দাবি করে। সে আবারও অস্বীকৃতি জানালে স্বামীসহ অন্যরা তাকে লাঠি দিয়ে মারপিট করলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে গত রোববার নাজমিন নাহার শাপলা নিজেই বাদি হয়ে স্বামী আমিনুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা গ্রহণ করেই মামলার এজাহারভুক্ত আসামি স্বামী আমিনুর রহমানকে গ্রেফতার করেছে।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আমিনুর রহমানকে গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন