ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

বরিশালে নতুন করে ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বরিশালে নতুন করে ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে নতুন করে ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন। যদিও গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

আজ বুধবার (৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংক্রমিত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনার হাসপাতালে ৪৩ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে ১৩ জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ৭ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, ভোলার হাসপাতালে ৪ জন, পিরোজপুরের হাসপাতালে ৯ জন এবং ঝালকাঠি হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।

বিভাগের ছয় জেলায় জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীদের মধ্যে পাঁচ হাজার ৫৪২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৭৮ জন।

আরও পড়ুন

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া আছে। বিভাগের সবগুলো হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সকলের সচেতনতাই প্রধান কাজ। যার যার অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করলে সংক্রমণ রোধ করা সম্ভব। এজন এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। পানি জমিয়ে রাখা যাবে না। বাসা, বাড়ি আঙ্গিনা, ড্রেনেজ ব্যবস্থা, জলাশয় পরিচ্ছন্ন রাখতে হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞায় বিচলিত নই, ইউক্রেনে রুশ অভিযান চলবে : মেদেভেদেভ

শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে : সেনাপ্রধান

হুমায়ূন আহমেদের প্রয়াণের  ১৩ বছর আজ

জামায়াতের সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪১ প্রাণহানি

জামায়াতের সমাবেশ ঘিরে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা