কুড়িগ্রামে প্রতিবেশীর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি শুক্রবার নিখোঁজ হয়।
পরিবারের অভিযোগ, বলাৎকারের পর তাকে হত্যা করে মরদেহ গোপন করতেই সেপটিক ট্যাংকের ভেতরে রেখেছে প্রতিবেশী যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবক মমিনুল ইসলামের মা ও বোনসহ চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক মমিনুল ইসলাম পলাতক রয়েছে। এদিকে অভিযুক্ত মমিনুল ইসলামের মা মহসেনা বেগম ও বোন ফাহিমা খাতুনসহ মমিনুলকে পালানোর কাজে সহযোগিতা করায় প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জু বেগমকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
নিহত শিশু মুরসালিনের পরিবার অভিযোগ, ঘটনার দিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মুরসালিনের বাড়িতে তার বড় ভাইয়ের বিয়ের আলোচনা চলছিল। এসময় অভিযুক্ত মমিনুল ইসলাম মুরসালিনকে একাধিকবার ডেকে পাঠায়। পরে সে এক সময় নিজে ডেকে নিয়ে তার ঘরের ভেতরে দরজা বন্ধ করে মোবাইলে ভিডিও দেখার প্রলোভনে বলাৎকার করে মেরে ফেলেছে।
আরও পড়ুনপরিবার জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মুরসালিনের মা ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মমিনুলের বাড়িতে গিয়ে মুরসালিনের কথা জিজ্ঞাসা করলে মমিনুল ও তার মা মহসেনা বেগম মুরসালিনকে দেখেনি বলে জানায়। কিছুক্ষণ পর আবারও গিয়ে জিজ্ঞাসা করায় তারা দরজায় তালা লাগিয়ে সটকে পড়ার চেষ্টা করে এবং প্রতিবেশী নজরুল ইসলামের বাড়িতে আত্মগোপন করে। পরে শনিবার রাত ১০টার দিকে মমিনুলের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকে নিহত মুরসালিনের পা দেখে পেয়ে ৯৯৯ এ ফোন করলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, নিহত শিশুর গলায় রশিদ দাগ পাওয়া গেছে। এছাড়া মুখে ও পিছনে মলদ্বারে রক্তের দাগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বাবা মশিউর রহমান মুছা বাদি হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এরমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন