ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

সিরাজগঞ্জে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বৃষ্টিতে জনজীবন দুর্ভোগে পড়েছে। গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও আজ বুধবার (৯ জুলাই) থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নৌ-পথে চলাচল করছেন যমুনা চরবাসীরা। এ বৃষ্টিতে রাস্তা গুলো খানা খন্দক ও কর্দমাক্ত হওয়ায় মানুষের চলাচলে বিঘ্নতা ঘটছে।

এ ব্যাপারে রিকশা চালক হামিদ জানায়, ভারি বৃষ্টিতে গরম কমলেও শহরের প্রতিটি রোডেই জমে উঠেছে পানি। যার প্রেক্ষিতে যানবাহন চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়েছে। বাজার করতে আসা রফিকুল ইসলাম ও আছমা বেগম জানায়, প্রয়োজনের তাগিদে বাজার করতে এসেছিলাম। চলমান বৃষ্টির ফলে অধিকাংশ রাস্তা ঘাটে জলাবদ্ধতা এবং দোকান পাট বন্ধ থাকায় বাজার করতে পারছি না।

সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টের কাজিপুর নৌকা ঘাটে গিয়ে দেখা যায়, মেচড়া চরসহ বিভিন্ন চরের যাত্রীরা চরম বিপাকে পড়েছে। নৌকার যাত্রী সাইফুল, জাহানারা জানান, বৃষ্টির মধ্যে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হলেও আমরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে  চলাচল করছি।

আরও পড়ুন

উল্লেখ্য, পৌরসভার প্রতিটি রাস্তায় এবং মহল্লায় কর্দমাক্ত পানি জমে উঠেছে। দীর্ঘদিন বৃষ্টি না হবার কারণে এবং শহরের ড্রেন গুলো অধিকাংশ অপরিষ্কার থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সচেতন মহল মনে করেন। 
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, জনগণের ভোগান্তি দূর করার জন্য  দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা সময় : পিএসজি কোচ এনরিকে

যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ :খায়রুল বাসার

১২ দিনে ৫শ’ ইসরায়েলি নিহত

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার