কলাবাগানে একটি বাসার টয়লেট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানে একটি বাসার টয়লেট থেকে মো. সজীব আহমেদ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৭ জুলাই ) রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সজীব লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পাঁচ পাড়া গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
আরও পড়ুনকলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, রোববার রাতে খবর পেয়ে কলাবাগানের ঘনি কর্নার নামে এক্বটি বাসার টয়লেটের দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলে আছেন এক যুবক। পরে তাঁর অন্য রুমমেটদের সহায়তায় দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবক আর বেঁচে নেই।
এস আই আরও বলেন, ‘আমরা তাঁর রুমমেটদের জিজ্ঞেস করে জানতে পেরেছি তিনি গত দুইদিন আগে দেশের বাড়ি থেকে এসে এই বাসায় উঠেছেন। এর পর গতকাল রাতে টয়লেটে গিয়ে তিনি দরজা বন্ধ করে রাখেন। রুমমেটরা অনেক ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি আমাদেরকে অবগত করেন। তবে কেন এ ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
মন্তব্য করুন