ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

গাজীপুরে র‌্যাবের অভিযান

বগুড়ার আলোচিত বিদ্যুৎ হত্যা মামলার আসামি বাবা ও ছেলে গ্রেফতার

বগুড়ার আলোচিত বিদ্যুৎ হত্যা মামলার আসামি বাবা ও ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার প্রধান আসামি মোঃ রনি (৪০) ও তার ছেলে মোঃ রুকু (১৯) কে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি টিম আজ শুক্রবার (৪ জুলাই) সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গত ১৩ জুন বিকেল সোয়া ৪ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা রবিউল ইসলাম বিদ্যুৎ(৩৩) কে শহরের কাটনারপাড়ায় লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাথারীভাবে মারপিট ও ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে তার পেটের ভুরি বের হয়ে যায় এবং খাদ্যনালী কেটে গুরুত্বর রক্তাক্ত জখম হয়।

এরপর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এই হত্যাকান্ডের অভিযোগে নিহতের বাবা শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখ বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার প্রেক্ষিতে র‌্যাব-১২, সিপিএসপি, বগুড়া আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর বাজার এলাকায় পলাতক প্রধান আসামি মোঃ রনি এবং দুই নম্বর পলাতক আসামি মোঃ রুকু (১৯) অবস্থান করছে।

আরও পড়ুন

পরে ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১ সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় সেখানে অভিযান চালায়। সেখানে অভিযানকালে প্রধান আসামি শহরের বৃন্দাবন দক্ষিণপাড়ার মোঃ রনি ও তার ছেলে মামলার ২ নম্বর আসামি মোঃ রুকু (১৯) কে গ্রেফতার করা হয়।

এ সময় ধৃত আসামিদের কাছ থেকে ৩টি বাটন মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ফোনসহ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন , মৃত সন্তান প্রসব

কুমিল্লায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

যুক্তরাষ্ট্র ফেরত আঃলীগ নেতা ঢাকা বিমানবন্দরে গ্রেফতার

মব-চাঁদাবাজি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

পুতিনকে নিয়ে অসন্তোষ ট্রাম্প, ইউক্রেনে যাচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র