ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

সিরাজগঞ্জে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি থানার অভ্যন্তরে থাকা গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে শাহজাহান আলী (৫৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত কনস্টেবল বেলকুচি থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনার আমিনপুর থানার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, বেলা ১১ টায় শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করেন। এক পর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুন

পরে অবস্থার অবনতি হলে দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় পরিবারের স্বজনদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর সমাজসেবা কার্যালয়ের ভগ্নদশা

মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়: মাহফুজ আলম

নওগাঁর মান্দায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে দেশীয় প্রজাতির পোনামাছ

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৮৭

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন