ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জ দেউলি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ দেউলি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, প্রতীকী ছবি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের দেউলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযুষ কান্তি সাহার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম রফিকুল ইসলামসহ ১৯ জন যৌথভাবে তার অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক গত ২০২০ সালের ১২ অক্টোবর যোগদানের পর থেকে বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন।

তিনি ২০২১ সালে এসএসসি পরীক্ষার্থীদের  শিক্ষা বোর্ড থেকে ফেরত বাবদ ২৯ হাজার টাকা, ২০২২ ও ২০২৩ সালের বিদ্যালয়ের হিসাবের ৩২ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা, সভাপতির স্বাক্ষর জাল করে ২০২৩ সালে টিউশন বাবদ ৬৫ হাজার টাকা, ইউনিসেফ কর্তৃক খেলাধুলা বাবদ ৩৫ হাজার টাকা ও শিক্ষার্থীদের ইউনিক আইডি খোলার নামে শিক্ষার্থীদের থেকে আদায় করা ৩০ হাজার টাকা এসএসসি কৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র ফি বাবদ ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে গ্রহণ করে নিজে আত্মসাৎ করেন।

আরও পড়ুন

এছাড়াও প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক মোকামতলা শাখা থেকে জেনারেল ফান্ডের বিভিন্ন সময়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। যার পরিমাণ প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা। বিদ্যালয়ের তৎকালীন সভাপতি ফজলুর বাবী বলেন, তার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ঘটনাটি সত্য।

প্রধান শিক্ষক পীযুষ কান্তি সাহা নিজেকে নির্দোষ দাবি করেন বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তহমিনা আক্তার বলেন, তিনি অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১