ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

 

লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। মূলত ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ ধারবাহিক ছিলেন এই ওপেনার।

এ ছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দলের অন্যতম সেরা দুই পেসারের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে। ফেরার তালিকায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। এই পেস বোলিং অলরাউন্ডার অনেক দিন দলের বাইরে ছিলেন।

আরও পড়ুন

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।

বাংলাদেশ স্কোয়াড- লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে গলায় ছুরি ধরে চাঁদা আদায় চেষ্টার ঘটনায় মামলা

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলের আমৃত্যু কারাদণ্ড

রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর

স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া’

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮