ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী কড়াই গাছে দাউ দাউ করে জ্বলছে আগুন

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী কড়াই গাছে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবি : দৈনিক করতোয়া

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়াই গাছের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এনিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা করতে শোনা যাচ্ছে। অনেকে বলছেন, এ আগুন ধরিয়ে দেয়া হয়েছে আবার কেউ বলছে এটা আল্লাহ প্রদত্ত আগুন। এদিকে সকালে দমকল বাহিনী গিয়ে সেই গাছের আগুন নিভাতে ব্যর্থ হয়েছেন।
 
আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলওয়ে স্টেশনে। এ ঘটনাটি সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে।
 
এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় রেলওয়ে স্টেশনের গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। আসলে এ আগুন কোথা থেকে এলো আমরাও বুঝতে পারছি না।
 
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার, সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও আগুন নিভাতে ব্যর্থ হয়েছেন। পরে রেলওয়ে ও বন বিভাগে বিষয়টি জানানো হয়েছে। এখন তারা সিদ্ধান্ত নেবে দগ্ধ গাছটির ব্যাপারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড