ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ জুন, ২০২৫, ০৬:৪৩ বিকাল

নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রকে হত্যা

নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রকে হত্যা। প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্কুুল ছাত্র মিনহাজ হোসেন আবিরকে (৯) হত্যা করেছে দুর্বৃত্তরা। আবির বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের এক মাত্র ছেলে এবং বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় নির্মাণাধীন বনলতা মসলা ফ্যাক্টরির পাশ থেকে গতকাল বৃহস্পতিবার রাত নয় টায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল চার টায় বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আবির। সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়িতে ফিরে না আসায় তার মা-বাবা বিচলিত হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বনলতা মসলা ফ্যাক্টরির পাশে তার ব্যবহৃত বাইসাইকেল পাওয়া যায়।

পরবর্তীতে ওই স্থানের পাশে থাকা ভুট্টার ডাটার স্তুপের নিচ থেকে রাত নয়টায় আবিরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। আবির বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘন্টা পরই তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন। তার মুখমন্ডল ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকটি রক্তমাখা ইট মরদেহের পাশেই পড়ে ছিল।

আরও পড়ুন

পরে খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সরওয়ার হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাতেই আবিরের লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা মিলন হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভশ্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ নিয়ে থানায় রাজ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

মোবাইল ফোনের দাম কমতে পারে

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয়: বিজিবি

হলিউড নির্মাতা রব রেইনার দম্পতির মরদেহ উদ্ধার

ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!