ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

বগুড়ার কাহালুতে ব্রিজের মাঝের অংশ দেবে যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল

বগুড়ার কাহালুতে ব্রিজের মাঝের অংশ দেবে যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজিপাড়া বাজারের উত্তরপাশে খালের ওপর নির্মিত ব্রিজের মাঝের অংশ দেবে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে  এলজিইডি’র আওতায় নির্মিত এই ব্রিজের ওপর দিয়ে চলে গেছে কাজিপাড়া-কর্ণিপাড়া সড়ক। আর এ সড়ক দিয়ে প্রতিদিন হালকা ও ভারী যানবাহনসহ চলাচল করে থাকে কাজিপাড়া, অবিলম্ব, ছাতুয়ারপাড়াসহ কালাই ইউনিয়নের মানুষ।

সম্প্রতি এ ব্রিজটির ওপর দিয়ে ভারী যান চলাচল করতে গিয়ে ব্রিজের মাঝের বেশকিছু অংশ দেবে এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া ব্রিজের উত্তর দিকে ফাটলও দেখা দিয়েছে। যে কারণে ব্রিজের ওপর দিয়ে ভারী কোন যান চলাচল করতে পারছে না।

আরও পড়ুন

তবে হালকা যানবাহন চলাচল করছে। অতিদ্রুত ব্রিজটি মেরামত করা না হলে সেখানে প্রাণহানীর মতো ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে কাহালু উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ব্রিজটির অবস্থা দেখার জন্য অফিস থেকে লোক পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের দ্বারপ্রান্তে চারঘাটের ঐতিহ্যবাহী তাঁতশিল্প

যে সন্দেশে লেগে আছে ৬০ বছরের স্বাদ | Dhunat Bogura News | Daily Karatoa

পাবনার ভাঙ্গুড়ায় অর্থাভাবে শিশু সাজ্জাদের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

নওগাঁর পত্নীতলায় ক্লি¬নিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

পঞ্চগড়ে আসল কনস্টেবলসহ ভুয়া পুলিশ সদস্য আটক