ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ জুন, ২০২৫, ০৭:০২ বিকাল

বগুড়া শাজাহানপুরের বিভিন্ন স্থানে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার

বগুড়া শাজাহানপুরের বিভিন্ন স্থানে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি অফিসের দেয়ালসহ আশপাশের বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টার। আজ সোমবার (২৩ জুন) সকালে বিএনপি অফিসের দেয়ালসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পোস্টার দেখতে পান এলাকাবাসী।

কিন্তু আদালত কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর কীভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার উপজেলার কেন্দ্রস্থলসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল তা নিয়ে সাধারণ মানুষের মাঝে শুরু হয় আলোচনা-সমালোচনা, এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রয়াও। বিএনপি নেতাকর্মীদের ধারণা, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কর্মী, সমর্থকরা গভীর রাতে বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে।

এ ব্যাপারে শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন জানান, যেহেতু আদালতের সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু দলটির যেকোন কার্যক্রম চালানো বেআইনি। প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার সাঁটানোর মধ্য দিয়ে দলটি বিএনপি নেতাকর্মীদের উসকানি দেওয়াসহ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নিতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শন কালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার পুলিশের চোখে পড়েনি। তবে এ বিষয়ে পুলিশী তদন্ত অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভশ্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ নিয়ে থানায় রাজ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

মোবাইল ফোনের দাম কমতে পারে

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয়: বিজিবি

হলিউড নির্মাতা রব রেইনার দম্পতির মরদেহ উদ্ধার

ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!