ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

আর্জেন্টাইন এচেভেরিতে মুগ্ধ গার্দিওলা

আর্জেন্টাইন এচেভেরিতে মুগ্ধ গার্দিওলা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সিটিতে এসে আজকের আগে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার নামার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন এচেভেরি। কিন্তু প্রিমিয়ার লিগের মৌসুমের শেষ ম্যাচে ফুলহামের বিপক্ষে পাঁচ মিনিট এবং এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১৪ মিনিট মাঠে থেকে তেমন কিছু করে দেখানোর সুযোগ পাননি এই আর্জেন্টাইন।

এচেভেরির জন্য সিটিতে আসল শুরুটা হয়েছে মূলত আজ ক্লাব বিশ্বকাপে আল-আইনের বিপক্ষে ম্যাচে, যেটা সিটি জিতেছে ৬-০ গোলে।
এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছিলেন ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। পুরোটা সময় অবশ্য মাঠে থাকেননি। প্রথমার্ধের পরপরই গোড়ালির চোটের কারণে মাঠ থেকে তাকে তুলে নেওয়া হয়। কিন্তু নিজেকে চেনানোর জন্য ৪৫ মিনিটই যথেষ্ট ছিল এচেভেরির। এর মধ্যে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে মনে করিয়ে দিয়েছেন মেসিকেও। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিকটি পায় সিটি। ডান পাশে বক্সের কাছাকাছি জায়গা থেকে ফ্রি-কিক নিতে আসেন এচেভেরি। ডান পাশের ওপরের কোনা ঘেঁষে তাঁর নেওয়া দুর্দান্ত শটটি থামানোর জন্য আল-আইন গোলরক্ষক জায়গা থেকে নড়ার সুযোগও পাননি। মুহূর্তের মধ্যে বল জড়ায় জালে আর সিটির হয়ে নিজের প্রথম গোলের উদ্যাপনে মেতে ওঠেন এচেভেরি। দুদিন আগে প্রায় একই জায়গা থেকে ফ্রি-কিকে গোল করে মুগ্ধতা ছড়িয়েছিলেন মেসিও। গোল করার পাশাপাশি পারফরম্যান্সেও নজর কেড়েছেন এচেভেরি। ম্যাচে ১৭ বার বল স্পর্শ করে ১১টি পাস দিয়েছেন তিনি, যার মধ্যে ১০টি সফল। সব মিলিয়ে ৯১ শতাংশ পাস সফল দিয়েছেন এচেভেরি।

আরও পড়ুন

ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। বিশেষ করে ফ্রি-কিক নিয়ে এচেভেরির পরিশ্রমের বিষয়টি সামনে এনেছেন সিটি কোচ, ‘গত মৌসুমে সে আসার পর তিন-চার মাস ধরে অনুশীলন সেশনের শেষে সে একাই গোলরক্ষক ও দেয়াল নিয়ে ফ্রি-কিক প্র্যাকটিস করত। অন্যরা সেটা করত না। সে অনুশীলনের পর অনুশীলন করে গেছে, যার ফলও পেয়েছে। তার মধ্যে প্রতিভা ও সাহস দুটোই আছে। আর আপনি যখন অনুশীলন করবেন তবে এটা গলফ বা বাস্কেটবলের মতো মনে হবে। যত বেশি অনুশীলন করবেন, আপনার সম্ভাবনা ততই বাড়বে। গোলটা অসাধারণ ছিল। সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়।’ চোটের কারণে পুরো সময় এচেভেরিকে না পাওয়ায় আক্ষেপও ঝরেছে গার্দিওলার কণ্ঠে, ‘দুর্ভাগ্যজনকভাবে গোড়ালির সমস্যার কারণে সে প্রথমার্ধের পর আর খেলতে পারেনি। কিন্তু এই প্রতিযোগিতায় তার শুরুটা ভালোই হলো। সে অসাধারণ একটি গোল করেছে। ফ্রি-কিকটা সত্যিই খুব ভালো ছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সন্দেশে লেগে আছে ৬০ বছরের স্বাদ | Dhunat Bogura News | Daily Karatoa

পাবনার ভাঙ্গুড়ায় অর্থাভাবে শিশু সাজ্জাদের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

নওগাঁর পত্নীতলায় ক্লি¬নিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

পঞ্চগড়ে আসল কনস্টেবলসহ ভুয়া পুলিশ সদস্য আটক

সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন , মৃত সন্তান প্রসব