ভিডিও সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ জুন, ২০২৫, ১০:০৩ রাত

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বালকে রংপুর ও বালিকায় রাজশাহীর শিরোপা 

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বালকে রংপুর ও বালিকায় রাজশাহীর শিরোপা 

স্পোর্টস ডেস্ক:  জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলের বালক বিভাগে রংপুর ও বালিকায় রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে। 

বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহ ও রাজশাহী। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রাজশাহীর মেয়েরা। প্রথমার্ধে গোল করে তাদেরকে এগিয়ে দেন জান্নাতুল। এরপর আরও আক্রমণ বাড়ায় রাজশাহী। একাই দুই গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মৌসুমী। শেষ পর্যন্ত ময়মনসিংহ আর কোনও গোল শোধ না করতে পারায় প্রথমবারের মতো ফাইনালে উঠেই জয়ের আনন্দে মেতে ওঠে রাজশাহীর মেয়েরা। 

এদিকে ২০১৮ সালের পর আবারও শিরোপা পেয়েছে রংপুর। বালক বিভাগে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ময়মনসিংহ ও রংপুর বিভাগ। প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় ময়মনসিংহ। রংপুর বিভাগ বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেনি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বলের দখল ধরে রাখে ময়মনসিংহ। মেহেদী হাসানের গোলে ২-০ তে এগিয়ে যায় তারা। কিন্তু শেষ পাঁচ মিনিটে সবকিছু এলোমেলো করে দেন রংপুরের অধিনায়ক রিয়াদ। একাই দুই গোল করে দলকে সমতায় ফেরান। 


নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউট ভাগ্যে ৪-৩ ব্যবধানে জিতে উল্লাসে মাতে রংপুরের ছেলেরা। 

আরও পড়ুন

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোস্তফা জামান।

এই টুর্নামেন্ট দেশের ১ লাখের বেশি খেলোয়াড় অংশ নেন। জাতীয় এই আসর থেকে প্রতিভাবান ৪০ জন বালক ও ৪০ জন বালিকা বাছাই করা হবে। যাদের দীর্ঘ সময়ে দেশ ও দেশের বাইরে উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে পানি জমে থাকা নিচু জমিতে বাড়ছে পানি ফলের চাষ

দিনাজপুরে নিঃসন্তান দম্পতির কাছে নবজাতককে হস্তান্তর 

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মন্টু নামের এক যুবকের মৃত্যু

পাবনার আটঘরিয়ার নিখোঁজ ২ মাসের শিশু ১৬ ঘণ্টা পর আদমদীঘিতে উদ্ধার

চাঁদাবাজি একটি দলের জিআই পণ্য : রাকসু ভিপি

রংপুরে কারাবন্দি ব্যবসায়ীর মৃত্যু