নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ৫৩৯ দিন পর সিলেটে টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ইউরোপের দেশ নেদারল্যান্ডস। তাদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেই সিরিজ এক বছর পিছিয়ে দিয়েছে ভারত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের আগে প্রস্তুতিতে যেন ঘাটতি না হয়, সেজন্য নেদারল্যান্ডসের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
আরও পড়ুননেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও'ডোড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়া ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, ড্যানিয়েল ডোরাম
মন্তব্য করুন