ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু। প্রতীকী ছবি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো: ডেবিট মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বামনডাঙ্গা মনমোহিনী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ডেবিট মিয়া ওই সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মৃত শামসুল হক ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে স্কুল মাঠের একটি বড় জামগাছে উঠে ফল পাড়ছিলেন ডেবিট মিয়া। হঠাৎ তিনি গাছের মগডাল ভেঙে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্কুলমাঠের জামগাছে উঠে জাম পাড়ার সময় ডেবিট মিয়া গাছ থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে নিম্নচাপ, টানা বৃষ্টির পূর্বাভাস

সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে

আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না : সালাহউদ্দিন

চলে গেলেন সৌদির ‘ঘুমন্ত যুবরাজ’

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ ভেঙে চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া