ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

নেতানিয়াহু-ট্রাম্প ফোনালাপ, যে কথা হলো দুই নেতার

নেতানিয়াহু-ট্রাম্প ফোনালাপ, যে কথা হলো দুই নেতার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।টাইমস অব ইসরায়েল বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে যোগদানের কথা ভাবছেন, তখন মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন। আপাতদৃষ্টিতে এই অঞ্চলে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ বিবেচনা করার জন্য এই ফোনকল বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

নেতানিয়াহু ইসরায়েল সময় রাত ১টার দিকে ট্রাম্পের সাথে তার ফোনালাপ শেষ করেন। প্রধানমন্ত্রী বলেন যে, গত সপ্তাহে ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সাথে কথা বলছেন। এদিকে ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চাইছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সংঘাতের বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে মার্কিন প্রেসিডেন্ট প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন।

আরও পড়ুন

অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আক্রমণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। সংবাদমাধ্যমটি বলছে, হামলা ‘আলোচনার বিকল্পের মধ্যে একটি’ এবং ট্রাম্প এখনও ‘অপেক্ষা’ করছেন এই আশায় যে, ইরান চাপের মুখে শান্তিপূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রতিশ্রুতি দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধ বহাল থাকবে : উপাচার্য

তালা ভেঙে বের হয়ে ঢাবির রোকেয়া হল ছাত্রীদের বিক্ষোভ

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

পাবনার সুজানগরে পাটের বাম্পার ফলন

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজলী জাতের মরিচ চাষে সাড়া ফেলেছেন মোস্তফা