ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

গাজীপুরে এটিএম বুথে ধর্ষণকারী নিরাপত্তাকর্মীকে আটক 

গাজীপুরে এটিএম বুথে ধর্ষণকারী নিরাপত্তাকর্মীকে আটক 

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে ডাচ্ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথের ভেতরে পোশাক কারখানা শ্রমিক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আসামি লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক। 

তিনি জানান, মামলা দায়েরের পর থেকেই লিটনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। বিভিন্ন সময় স্থান পরিবর্তন করছিলেন তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে তাকে গতকাল সোমবার (১৬ জুন) গ্রেপ্তার করা হয়। আজ লিটনকে আদালতে তোলা হবে।

আসামি মো. লিটন ময়মনসিংহের পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে। তিনি শ্রীপুরের মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন এবং ফাস্ট সলিউশন লিমিটেড নামে একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ্ বাংলা ব্যাংকের ওই এটিএম বুথে দায়িত্বে ছিলেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও পুলিশ জানায়, টাকা উত্তোলনের সূত্র ধরে শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে অবস্থিত এটিএম বুথের নিরাপত্তা কর্মী লিটনের সঙ্গে তার পরিচয় হয়। স্থানীয় একটি কারখানায় মাসিক ছয় হাজার টাকা বেতনে কাজ করত ওই কিশোরী। লিটন তাকে দ্বিগুণ অর্থাৎ বারো হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখায়।

আরও পড়ুন

রোববার (১৫ জুন) সকাল ৬টায় মেয়েটিকে তার বাবার মোবাইলে ফোন দিয়ে বুথে ডেকে নেয় লিটন। পরে ‘ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন’ বলে ভেতরের একটি কক্ষে বসিয়ে রাখে। এর মাঝে ভুক্তভোগীর বাবা মেয়ের চাকরি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে লিটন তাকে বাড়ি পাঠিয়ে দেন।

প্রায় চার ঘণ্টা পর, সকাল ১০টার দিকে কক্ষে একা পেয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে লিটন। পরে তাকে বাড়ি পাঠিয়ে দিলে সে রাস্তাতেই বাবাকে ঘটনা জানায়। পরে মামলা দায়ের করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার