ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

প্রথম সেশনে তিন ব্যাটার হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রথম সেশনে তিন ব্যাটার হারিয়ে বিপদে বাংলাদেশ,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশের ব্যাটিংটা সেই আগের মতই। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন ব্যাটার এনামুল বিজয়, সাদমান ইসলাম এবং মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের ১ম দিনের প্রথম সেশনের ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৬ রান। ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন

ইনিংসের প্রথম ওভারেই ছিল একটা বাউন্ডারি। শুরুর বেশ কয়েক ওভার পর্যন্ত সেটাই প্রাপ্তি বলা চলে। এরপর শুরুতেই আউট হন এনামুল হক বিজয়। ১০ বলে শূন্য রান করে ফেরেন তিনি। অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। এরপরের জুটি ছিল মুমিনুল হক এবং সাদমান ইসলামের। সেখানে বাংলাদেশ পেয়েছে ৩৪ রান। দলীয় ৩৯ রানে অভিষিক্ত বোলার থারিন্দুর অফ স্টাম্পে করা বলের সুইংয়ে বিভ্রান্ত হন সাদমান। আরও একবার স্লিপে ক্যাচ। এর ঠিক ৮ বল পর মুমিনুলও ফেলেন স্লিপ অঞ্চলে ক্যাচ দিয়ে। এবারেও উইকেট শিকারী অভিষিক্ত থারিন্দু। ১৫তম ওভারের শেষ বলে সাদমানকে আউট করেন থারিন্দু রত্নায়েকে। মাঝে এক ওভার পর ১৭তম ওভারে প্রথম বলেই আবার পেলেন উইকেটের দেখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস