ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেফতার। প্রতীকী ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় একজন সাজাপ্রাপ্ত আসামি সহ বিভিন্ন মামলায় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা ও মহানগর পুলিশ। গত শনিবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভা এবং টেপামধুপুর, বালাপাড়া ও হারাগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাজাপ্রাপ্ত আসামি মো: মনির হোসেন (৩৬), মারামারি মামলার আসামি রাশেদ (৩২), সাইফুল ইসলাম (৩৫) ও সিআর মামলার আসামি রুহুল আমিন।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, ২০ সালে লালমনিরহাটের আদালত একটি মামলায় হারাগাছ পৌর শহরের বানুপাড়া ছোটপুল এলাকার মনির হোসেনকে ছয় মাসের কারাদন্ড এবং একহাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডের রায় দেয়। এছাড়া মনিরের বিরুদ্ধে হারাগাছ থানায় দুইটি মামলা রয়েছে। মনির দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গত শনিবার রাত সাড়ে ৮ টায় পুলিশ অভিযান চালিয়ে তাকে বানুপাড়া ছোটপুল এলাকা থেকে আটক করে। গতকাল রোববার তাকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহা জানান, গত শনিবার দিনগত রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামামারিসহ পৃথক মামলার আসামি বালাপাড়া ইউপির নিজপাড়ার রাশেদ (৩২) ও হারাগাছ ইউপির নাজিরদহ জামতলা বাজার এলাকার মো: সাইফুল ইসলাম (৩৫) এবং সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি টেপামধুপুর রাজিবের মো: রুহুল আমিনকে আটক করে। গতকাল রোববার তাদের তিনজনকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস