ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

বগুড়ায় পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রহিম গ্রেপ্তার

বগুড়ায় পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রহিম গ্রেপ্তার, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ জুন রোববার দিবাগত রাত এক টা ৫৫ মিনিটের দিকে জেলা পুলিশের  গোয়েন্দা শাখা ডিবির একটি টিম শহরের নিশিন্দারা চকর পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ তাকে গ্রেফতার করে। 

ডিবি সূত্র জানায় ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহারের নেতৃত্বে এসআই আরিফুল রহমানসহ ডিবির  একটি টিম গোপন সংবাদের  ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়।  অভিযান কালে তার দেখানো মতে শয়ন  ঘরে খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতার করা শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম (৩২), নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।  তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

সংস্কারের জটিলতা দ্রুত শেষ করে নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন : মির্জা ফখরুল

আবু সাঈদ হত্যা মামলায় সূচনা বক্তব্য শেষ, বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন

রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ