ভিডিও শুক্রবার, ১৩ জুন ২০২৫

পাবনার সাঁথিয়ায় রেলস্টেশনে ভাঙচুর ও মাস্টারকে মারপিটের অভিযোগ

পাবনার সাঁথিয়ায় রেলস্টেশনে ভাঙচুর ও মাস্টারকে মারপিটের অভিযোগ। প্রতীকী ছবি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার রাজাপুর রেলস্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকার বখাটাদের বিরুদ্ধে স্টেশনের টিকেট কাউন্টার মাস্টারকে মারপিটের অভিযোগ উঠেছে। জানা যায়, গত রোববার (৮ জুন) সন্ধ্যার পরে রাজাপুর রেল স্টেশনে সামান্যপাড়া গ্রামের সাথে রাজাপুর গ্রামের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনার সূত্র ধরে ওই দিনই রাত ১১টার সামান্যপাড়া গ্রামের মৃত আলহাজ আতাহার আলীর ছেলে মহির উদ্দিন (৪৮) ও জহির উদ্দিন (৪৫) দেশীয় অস্ত্র নিয়ে রেলস্টেশনের কাউন্টারে ভাঙচুর চালায়। হামলাকারীরা এসময় লোহার রড দিয়ে কাউন্টার মাস্টার সুজন আলীকে মারপিট করে আহত করে। এ ঘটনায় গত সোমবার (৯ জুন) রাতে সুজন আলী বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্য সংঘর্ষ বাধে। সামান্যপাড়ার গ্রুপ দ্বিতীয় দফায় রাজাপুর গ্রামের লোকজনকে না পেয়ে স্টেশনে হামলা করে বলে এলাকাবাসী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ

বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

বগুড়ায় ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে সুদের টাকা না পেয়ে গাভী নিয়ে গেল কারবারি