ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

জাল টাকায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধকে ওমরাহ পালনের অর্থ দেবেন অপু বিশ্বাস

জাল টাকায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধকে ওমরাহ পালনের অর্থ দেবেন অপু বিশ্বাস

সিংড়া (নাটোর) প্রতিনিধি : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে একজন বৃদ্ধকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্না করতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম রইস উদ্দিন। তিনি নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের বাসিন্দা।

এবছর কোরবানির পশুর হাটে নিজের লালন-পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশ্যে। এরপর গত বৃহস্পতিবার (৫ জুন) ১ লাখ ২৩ হাজার টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন তিনি। কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন তিনি। রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। সেটা পরে তিনি টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে বৃদ্ধ রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন

চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন, আমি ওই ভুক্তভোগী রইস চাচার জন্য উপহারের ব্যবস্থা করেছি তাকে আমি আমার নিজ খরচে উমরাহ পালন করাতে চাই। রইস উদ্দিন বলেন, অপু বিশ্বাস আমার মেয়ের মতো। আমি তার এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না, সে আমার সাথে কথা বলেছে, উমরাহ পালনের যা টাকা খরচ হবে সে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবায় চারজন চিকিৎসক

শরৎ ঋতুর প্রথম মাস ভাদ্রে খাঁ খাঁ করছে প্রকৃতি, পুড়ছে জনজীবন

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নওগাঁর আত্রাইয়ের নার্সারীখ্যাত মধুগুড়নই গ্রাম চারিদিকে সবুজের সমারোহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় নারী নিহত