ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে নেভি কোম্পানির সেলসম্যানের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারীতে নেভি কোম্পানির সেলসম্যানের মরদেহ উদ্ধার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বিপুল(৩০) নামে নেভি কোম্পানির এক সেলসম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ছোটদাপ গ্রামের আটোয়ারী-মোলানী গ্রামীণ সড়কের বিএম কলেজ সংলগ্ন ভুট্টাক্ষেতের পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, বিপুল উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারী গ্রামের রবিলাল মেম্বারের ছেলে। সে দীর্ঘদিন ঢাকায় চাকরি করতো। দুই মাস আগে গ্রামের বাড়িতে চলে আসে এবং ২০/২৫ দিন আগে নেভি কোম্পানিতে সেলসম্যানের চাকরি নেয়। প্রতিদিনের মতো বিপুল গত মঙ্গলবার সকালে কাজে বেড়িয়েছিলেন। কিন্তু ওইদিন রাত ১০টা অবধি বাড়ি না ফেরায় পরিবারের লোক তাকে খোঁজাখুঁজি করেন।

পরে মোবাইলের সর্বশেষ লোকেশন অনুযায়ী অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রাতেই আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি করতে আসেন স্বজনরা। পরে থানা থেকে সকালে আসার কথা বলা হয়। এ ঘটনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটোয়ারী থানা পুলিশ বিপুল নামের ওই ব্যক্তিকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

মৃতদেহের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

বৃষ্টিতে স্বস্তি,আমন চাষিদের মুখে হাসি

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজের ২ ঘন্টাপর যুবকের মরদেহ উদ্ধার

প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিনের গান

৭ মাস পর বাবাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে ছেলে আয়াশ

কিশোরগঞ্জে ডাকাতি করতে গিয়ে ৫ ডাকাত গণপিটুনির শিকার