ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

নাটোরের সিংড়ায় অবৈধ জাল জব্দ করে জরিমানা ও ধ্বংস

নাটোরের সিংড়ায় অবৈধ জাল জব্দ করে জরিমানা ও ধ্বংস। ছবি : দৈনিক করতোয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় চায়না দূয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় সাত লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। গতকাল সোমবার সকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে তিনটি গুদামে অবৈধ চায়না ও কারেন্ট জাল মজুত রাখার প্রমাণ মেলে। এসব জাল মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শোভন (২৭), পিতা সাহাদত কে পাঁচ হাজার টাকা এবং খালিদ (২৯), পিতা মোশারফ কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভিযান শেষে সিংড়া কোর্ট মাঠে জব্দকৃত সমস্ত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, অবৈধ মৎস্য আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ আটক ১

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ২

মুজিববাদি সংবিধানকে গত জুলাইয়ে আমরা কবর দিয়েছি : বগুড়ায় জুলাই সমাবেশে জাহিদ আহসান

ফ্যাসিস্ট ও খুনীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না : গোলাম রব্বানী

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু