ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নায়ক মান্না প্রয়াণের দেড় যুগ আজ 

নায়ক মান্না প্রয়াণের দেড় যুগ আজ, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অ্যাকশন নায়ক মান্নাকে হারানোর দেড় যুগ আজ। ২০০৮ সালের এই দিন ১৭ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান মান্না। সেদিন এ নায়কের মৃত্যু ছিল একেবারে অপ্রত্যাশিত।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় নায়ক মান্না জন্মগ্রহণ করেন। তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। নিজ এলাকায় স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন মান্না। ১৯৮৪ সালে তিনি এফডিসি’র নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের জগতে আসেন। নায়করাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে সুযোগ করে দেন। ‘তওবা’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তার অভিনীত প্রথম মুক্তি প্রাপ্ত ছবি ‘পাগলি’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। ছবিটি ব্যবসা সফল হওয়াতে মান্নাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

এরপর কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ ছবির মাধ্যমে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। একে একে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অন্ধ প্রেম’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, কাজী হায়াত পরিচালিত ‘দেশদ্রোহী’, ছবিগুলো মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে। ১৯৯৯ সালে ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপারহিট ছবিতে কাজ করেন মান্না। 

আরও পড়ুন

অভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করেছিলেন তিনি। প্রযোজক হিসেবেও মান্না বেশ সফল ছিলেন। তার প্রতিষ্ঠান থেকে যতগুলো ছবি প্রযোজনা করেছেন প্রতিটি ছবি ব্যবসাসফল হয়েছিল। ছবিগুলোর মধ্যে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা-মাতার আমানত’ অন্যতম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

আশুলিয়ায় আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৬ জন গ্রেপ্তার

মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা

আজ বার্সা’র সাথে চোখে চোখ রেখে লড়তে চায় মিলান

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

রুপালি পর্দায় অভিষেক হচ্ছে শাশ্বত কন্যার