ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মিরপুর থেকে রাইড শেয়ারের যাত্রীকে নরসিংদীতে নিয়ে ধর্ষণ, স্বীকারোক্তি

মিরপুর থেকে রাইড শেয়ারের যাত্রীকে নরসিংদীতে নিয়ে ধর্ষণ, স্বীকারোক্তি

নিউজ ডেস্ক:    আদালতে স্বীকার করলেন ধর্ষণের অভিযোগে শাহপরান নামে আটক রাইড শেয়ারের এক মোটরসাইকেলচালক। 


শনিবার (৩১ মে) মধ্যরাতে শাহপরানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে তিনি ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

শাহপরানের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী দক্ষিণ পাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল আলী।  

আরও পড়ুন

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, গত ২৮ মে বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকার শ্যামলীতে যাওয়ার জন্য মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে উঠেন এক সন্তানের জননী ভুক্তভোগী ওই নারী। রাত সোয়া ৯টার দিকে ওই নারীকে নরসিংদীর পলাশ উপজেলার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন রাইড শেয়ার চালক মো. শাহপরান। এ সময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে পলাশ থানা পুলিশ তাৎক্ষণিক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

এ ঘটনায় ২৯ মে ওই নারী বাদী হয়ে শাহপরানকে প্রধান আসামি করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত অপর দুই ব্যক্তির বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস