ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

লক্ষ্মীপুরে খাল ও পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে খাল ও পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক তিন স্থানে খাল ও পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ও চররুহিতা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বিকালে জানাজা শেষে মৃতদের তাদের পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে বলে স্বজনরা জানান।

মৃত তিন শিশু হলো–ইয়াছিন আরাফাত (৪), মো. আল-আমিন (৫) ও আলিফা আক্তার (২)। শিশু ইয়াছিন চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামের সাঈদুল খোকনের ছেলে, আল-আমিন একই এলাকার আব্দুল আসাদের ছেলে। আলিফা আক্তার সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা এলাকার সোহাগ হোসেনের মেয়ে।

নিহত তিন শিশুর স্বজনরা জানান, সদর উপজেলার চররমনী মোহন এলাকায় ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা দুজনই খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতাল নেওয়ার পথে ওই দুই শিশুর মৃত্যু হয়। আর আলিফা আক্তার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে আলিফা আক্তারকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খালের পানি ও পুকুরের পানিতে ডুবে তিন শিশু মারা যায়। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘তিন শিশু খাল ও পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে মারা যায়। এটি দুর্ঘটনা, জনপ্রতিনিধি ও স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ চালাবেন রাজনীতিবিদরা: আলী রীয়াজ

শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ আগস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ল্যাবে আগুন, আহত ২৫ শিক্ষার্থী

মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

সরকারের চিঠি পাওয়ার পর তফশিল-ভোটের তারিখ ঠিক করা হবে

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২