ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় খাল পার হয়ে গরু আনতে গিয়ে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় খাল পার হয়ে গরু আনতে গিয়ে দুই বোনের মৃত্যু

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের খালের পানিতে ডুবে মারিয়া (১১) ও লামিয়া (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। 


শনিবার (৩১ মে) সকালেখালের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মারিয়া ও লামিয়া গোকর্ণ গ্রামের প্রবাসী মিনার আলীর মেয়ে।

আরও পড়ুন

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (৩০ মে) বিকেলে গোকর্ণ ইউনিয়নের তিতাসের সংযোগ স্থলে খাল পার হয়ে গরু আনতে যায় দুই বোন। এ সময় খালের পানিতে প্রবল স্রোত থাকায় দুই বোন পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি।
 
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গভীর রাত পর্যন্তও তাদের সন্ধান মিলেনি। অবশেষে আজ (শনিবার) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে দুই বোনের মরদেহ খালের পানিতে ভেসে উঠে। 
 
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, শিশুরা সম্পর্কে আপন দুই বোন, তারা কেউ সাঁতার জানতেন না। খালের প্রবল স্রোতে ভেসে যাওয়ার কারণে তাদের মরদেহ খুঁজে পেতে সমস্যা হয়। সকালে তাদের মরদেহ খালের পানিতে ভেসে উঠলে পুলিশ এবং স্বজনেরা তাদের নিথর দেহ বাড়িতে নিয়ে আসে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার