ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় খাল পার হয়ে গরু আনতে গিয়ে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় খাল পার হয়ে গরু আনতে গিয়ে দুই বোনের মৃত্যু

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের খালের পানিতে ডুবে মারিয়া (১১) ও লামিয়া (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। 


শনিবার (৩১ মে) সকালেখালের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মারিয়া ও লামিয়া গোকর্ণ গ্রামের প্রবাসী মিনার আলীর মেয়ে।

আরও পড়ুন

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (৩০ মে) বিকেলে গোকর্ণ ইউনিয়নের তিতাসের সংযোগ স্থলে খাল পার হয়ে গরু আনতে যায় দুই বোন। এ সময় খালের পানিতে প্রবল স্রোত থাকায় দুই বোন পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি।
 
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গভীর রাত পর্যন্তও তাদের সন্ধান মিলেনি। অবশেষে আজ (শনিবার) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে দুই বোনের মরদেহ খালের পানিতে ভেসে উঠে। 
 
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, শিশুরা সম্পর্কে আপন দুই বোন, তারা কেউ সাঁতার জানতেন না। খালের প্রবল স্রোতে ভেসে যাওয়ার কারণে তাদের মরদেহ খুঁজে পেতে সমস্যা হয়। সকালে তাদের মরদেহ খালের পানিতে ভেসে উঠলে পুলিশ এবং স্বজনেরা তাদের নিথর দেহ বাড়িতে নিয়ে আসে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে -সাবেক এমপি কাজী রফিক

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহারকারী নীরব আটক

মাত্র ৭ মাসেই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ!

বগুড়ার শেরপুরে পৌর কিচেন মার্কেট উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সুন্দরবন থেকে সাত নৌকাসহ ৫ জেলে আটক

রংপুরে যোগদানের এক বছর পূর্তিতে বেরোবি উপাচার্যের সংবাদ সম্মেলন