ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহে টানা বৃষ্টিতে ধসে পড়েছে গহুর মোল্লার ব্রিজ

ময়মনসিংহে টানা বৃষ্টিতে ধসে পড়েছে গহুর মোল্লার ব্রিজ

নিউজ ডেস্ক:  কয়েকদিনের টানা বৃষ্টি ও নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদীর ওপর নির্মিত গহুর মোল্লার ব্রিজ শুক্রবার (৩০ মে) সকালে ধসে পড়েছে। দুই পাশের মাটি সরে গেলে ব্রিজটি ধসে পড়ে। ফলে যোগাযোগ বন্ধ রয়েছে দুইপাড়ের বাসিন্দাদের। 

এলাকাবাসীর অভিযোগ, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা ভিটিবাড়ী গ্রামের গহুর মোল্লার ব্রিজটি ২০০১ সালে আয়মন নদীর ওপর নির্মাণ করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। সম্প্রতি ব্রিজটি সংরক্ষণ না করেই 
অপরিকল্পিতভাবে আয়মন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড। ফলে গোড়ার মাটি সরে গিয়ে ব্রিজটি নড়বড়ে অবস্থায় ছিল। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ও নদীতে পানির স্রোত বৃদ্ধি পেলে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ব্রিজটি ধসে পড়ে। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‍“এই ব্রিজটি দিয়ে পলশার স্কুল ও মাদরাসায় যাতায়াত করে শিক্ষার্থীরা। আজ সকালে ব্রিজটি ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচল বন্ধ রয়েছে। 

ব্রিজটি ভেঙে পড়ায় পণ্য পরিবহণে আজ শুক্রবার সকাল থেকে সমস্যা হচ্ছে জানিয়ে আজহারুল ইসলাম বলেন, “কয়েক গ্রামের মানুষের দাবির প্রেক্ষিতে আয়মন নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজটির কারণে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী। 

আরও পড়ুন

মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, “ব্রিজটি আমরাই নির্মাণ করেছিলাম। পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে নদী খনন করার কারণে ব্রিজটি ভেঙে গেছে। মানুষের দুর্ভোগ কমাতে ঘটনাস্থল পরিদর্শন করে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হবে। পরে পুনরায় ব্রিজটি করার জন্য মন্ত্রণালয় বরাবর আবেদন করব।”

ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.আখলাক উল জামিল বলেন, “আমরা নদীটি খনন করার আগে উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছি ব্রিজ সংরক্ষণ করার জন্য। ব্রিজের দুইপাশে ৩০ মিটারের মধ্যে আমরা কোনো খনন কাজ করিনি। এখন যদি ব্রিজ ভেঙে পড়ে, তাহলে দায় কেন আমরা নেব।”

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, “ব্রিজটি ভেঙে গেছে বলে শুনেছি। ব্রিজটি পরিদর্শনে যাওয়ার কথা ভাবছি, কিন্তু টানা বৃষ্টিতে এখনো যেতে পারিনি। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস