ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

জুলাইয়ে জাপানে বসবাসরত বাংলাদেশিদের ভোটার কার্যক্রম শুরু করবে ইসি

ছবি : সংগৃহিত,জুলাইয়ে জাপানে বসবাসরত বাংলাদেশিদের ভোটার কার্যক্রম শুরু করবে ইসি

প্রবাসে বসে এনআইডি পাওয়ার তালিকায় যুক্ত হচ্ছে আরও এক দেশ। আগামী জুলাই মাসে জাপানে বসবাসরত বাংলাদেশিদের ভোটার কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার টোকিও সফরে বিষয়টির ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৫ জুলাই থেকে জাপানে ভোটার কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছি। প্রধান উপদেষ্টা দেশটিতে সফরে রয়েছেন। তিনি সেখানে বিষয়টি ঘোষণা করার কথা রয়েছে।

আরও পড়ুন

বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ৪৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এদের মধ্যে ১৯ হাজারের বেশি বাংলাদেশিকে ভোটার করে নিয়েছে ইসি। প্রায় ৪০টি দেশে দেড় কোটির মতো বাংলাদেশি রয়েছে, যাদের ভোটাধিকার প্রয়োগ ও এনআইডি পাওয়ার সুবিধার্থে প্রবাসে ভোটার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি