ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুরে বিকাশ কর্মীকে ছুকিাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

বগুড়ার শেরপুরে বিকাশ কর্মীকে ছুকিাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই, প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সোহরাব হোসেন (৩২) নামের এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওই বিকাশ কর্মী বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর পৌরশহরের হাজীপুর মডেল মসজিদের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে ৯টার দিকে শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামক একটি স্থান থেকে ২ লাখ টাকা সংগ্রহ করে সোহারাব হোসেন মোটরসাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় শেরপুর মডেল মসজিদের সামনে পৌঁছলে পেছন দিক থেকে আসা মোটরসাইকেলের দুই আরোহী তার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরিকাঘাত করলে সোহরাব হোসেন রাস্তায় পড়ে যায়। তখন ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার

বগুড়ায় ফেনসিডিল কারবারির দুই বছরের কারাদন্ড