ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা, প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার চ্যাঙ্গা পালপাড়ায় তুচ্ছ ঘটনায় স্বামীর উপর অভিমান করে আমেনা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ আজ বুধবার (২৮ মে) বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে।

জানা গেছে, উপজেলা সদরের চেঙ্গা পালপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী আমেনা খাতুনের সাথে ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ইউসুফ আলী বাড়ির বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার স্ত্রী আমেনা খাতুন বমি করছে। এক পর্যায়ে সে জানায় সে বিষাক্ত ট্যাবলেট খেয়েছে এবং বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে।

তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে। দ্রুত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে মারা যায়।

আরও পড়ুন

থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে গৃহবধূর বড় ভাই শাহজাহান আলী প্রামানিক বাদি হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব