ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার : নারী আটক

বগুড়ার শিবগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার : নারী আটক, প্রতীকী ছবি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১জন নারীকে আটক করা হয়েছে।

জানা গেছে, উপজেলার দেউলী ইউনিয়নের মধুপুর কৃষ্ণপুর গ্রামের সৌরভের দশ মাস বয়সী শিশু কন্যা তাহসিন। আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের পুকুরে তাহসিনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

শিশুটির মা তানিয়া আক্তার বলেন, আমি সকাল সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে জাগার পর আমার কোল থেকে ভাসুরের মেয়ে তাহসিনকে নিয়ে যান। কিছুক্ষণ পর তার কোল থেকে পার্শ্ববর্তী বাড়ির ছাইদুল ইসলামের  মেয়ে কুলসুম আক্তার (১৮) নিয়ে যায়। তারপর থেকে শিশুটিকে অনেক খোঁজাখুজি করে পাওয়া যায়নি। এরপর সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের পুকুরে তাহসিনের লাশ দেখতে পান এলাকাবাসী। তিনি আরও বলেন, আমার শিশুটিকে কোলে নিয়ে পেটে চাপ দিয়ে ও হাতে খামচা দিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেয়।

আরও পড়ুন

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন দৈনিক করতোয়াকে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা