ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বিভিন্ন সীমান্ত দিয়ে ৮৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ

বিভিন্ন সীমান্ত দিয়ে ৮৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ, ছবি: সংগৃহীত।

সিলেট, সুনামগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মোট ৮৫ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোররাতে বিভিন্ন সময়ে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, গত রাত সাড়ে তিনটার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি এলাকায় নারী-শিশুসহ ৩২ জনকে পুশ-ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবির শ্রীপুর বিওপি। এছাড়াও ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মিনাটিলা এলাকায় আরও ২০ জনকে সীমান্তের এপারে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। একই সময়ে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে পুশ ইন করা ১৬ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। তাদের আটক করে গতরাতে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতদের দাবি, তারা বাংলাদেশের নাগরিক। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

এদিকে, লালমনিরহাটের তিন উপজেলার পাঁচটি সীমান্ত দিয়ে অন্তত ৩৮ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। তারা এখন নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছে।

বিজিবি জানায়, ভোরের দিকে আদিতমারীর চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতীবান্ধার বনচৌকি দিয়ে ৬ জন এবং পাটগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশ ভূখণ্ডে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় দেশ

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. মুহাম্মদ ইউনূস

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন