নওগাঁ আত্রাইয়ে বন্ধ হলো নির্মাণাধীন মাজারের কাজ

আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে স্থানীয় আলেম উলামাদের বাধার মুখে বন্ধ হয়ে গেছে কথিত মাজার নির্মাণের কাজ। অবশেষে মাজার নির্মাণকারীদের উপস্থিতিতে নির্মণাধীন মাজারটি ভেঙে ফেলা হয়। উপজেলার আত্রাই-পতিসর সড়কের বাঁকা ডবলব্রিজ নামক স্থানে মাজার নির্মাণ করা হচ্ছিল।
জানা যায়, ওই স্থানটিতে একটি নিমগাছকে কেন্দ্র করে অনেকেই নানা কুসংস্কারমূলক কাজ করতো। জায়গাটি সরকারি হলেও সম্প্রতি সেখানে বাঁকা গ্রামের বাসিন্দা লিটন (৪০) কিছুদিন আগে একটি কথিত মাজার নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে আত্রাই ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার মাজার নির্মাণে বাধা দেওয়া হয়। পরে মাজার নির্মাণকারী লিটনকে ডেকে নিয়ে তার উপস্থিতি ও সম্মতিতে নির্মাণাধীন মাজারটি ভেঙে ফেলা হয়। এসময় সংশ্লিষ্ট ইউপি সচিব জাহাঙ্গীর আলম খান, আত্রাই থানা পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন।
মাজার নির্মাণকারী লিটন বলেন, তিনি বিপদ-আপদ থেকে মুক্তি পেতে মাজারটি নির্মাণ করছিলেন। তবে এটি যে ধর্মীয় শিষ্টাচার পরিপন্থি তা তার জানা ছিল না। আত্রাই ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম বলেন, এখানে মাজার তৈরি হলে অনেকেই শরীয়ত গর্হিত কাজে জড়িয়ে পড়বেন। তাই এসব বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, সরকারি জায়গা দখল করে মাজার কেন, কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। তাই সংবাদ পেয়ে সেখানে লোক পাঠিয়ে মাজার নির্মাণ বন্ধ করতে বলেছি।
মন্তব্য করুন