ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার

স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে মো. ইদু মিয়া (২০) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আদর্শনগর গ্রামের শিবির আশ্রয়কেন্দ্রের পাশের একটি স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে মোহনগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে। 

ইদু মিয়া একই উপজেলার আটনায়া কামারগাও গ্রামের মৃত আনজুবালির ছেলে। পেশায় অটোরিকশা চালক। তিনি আদর্শনগর নানারবাড়ি শিবির আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন। 

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনকে নিয়ে ঘরে ফেরে। পরে ছোট ভাই ইয়াসিন শুনতে পায় তার ভাইয়ের মোবাইল ফোনে একটি কল আসে।
কে বা কাহারা মোঠোফোনে জানায় তুই আমার টাকা নিয়ে বাহিরে আয়। এরপর ইদু আর ফিরে আসেনি। সকালে ঘুম থেকে ওঠে ভাইকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে ওই এলাকার প্রাইমারি স্কুলের একটি পরিত্যাক্ত কক্ষে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরুতহাল রিপোর্ট করা হচ্ছে। কি কারণে কেন এই হত্যাকন্ড ঘটেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন: নাহিদ ইসলাম

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বগুড়া আদমদীঘিতে হ্যাচারি মালিকের কারাদন্ড ও অপর হ্যাচারি সিলগালা