ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে অধিদপ্তরে যেতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে নিতে হবে। না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদপ্তরে আসছেন। এতে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা পাঠ থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্মতারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণ মনোনয়ন, ইনডেক্স প্রদান বা কর্তনসহ সব কাজ প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা ডাকযোগে পাঠাতে হবে। অন্য কেউ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।

 
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিদপ্তরে আসার সময় অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে এবং শাখা কর্মকর্তারা সেটা যাচাই করবেন। নির্দেশনা না মানলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে সিসা বারে যুবককে হত্যার ঘটনায় প্রধান ২ আসামি গ্রেপ্তার

১০৭ বছর বয়সেও নূরজাহান বেওয়া চশমা ছাড়াই পড়তে পারেন কোরআন শরিফ

জবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হবে আগামীকাল

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত পাচঁ

জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বগুড়ার সান্তাহারে যুবদল অফিসে হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার