নীলফামারীর কিশোরগঞ্জে প্রবল স্রোতে ব্রিজের গোড়া ও রাস্তা ভেঙে ভোগান্তি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে চাড়ালকাটা নদীর উপরে নির্মিত বেলতলি ব্রিজের গোড়া ও সংযোগ সড়ক ভেঙে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ। ভয়াবহ হুমকির মুখে পড়েছে ব্রিজটি।
জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি ঘাটে ১৪০ মিটার দীর্ঘ ব্রিজটি ২০১৫-১৬ অর্থবছরে নির্মাণ করা হয়। পানির প্রবল স্রোতে এর আগেও ব্রিজের গোড়া ও সংযোগ সড়ক হুমকির মুখে পড়ে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চাড়ালকাটা নদী পানিতে টইটম্বুর। প্রবল স্রোতে ব্রিজের গোড়ার ব্লক ধ্বসে পড়ে গোড়ার বৃহত্তর একটি অংশ ভেঙে পড়েছে। ফলে ব্রিজের দক্ষিণ দিকের সংযোগ সড়কটি ধ্বসে পড়ে বিশাল গর্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে দুপুরের পর থেকে ভাঙন দেখা দেয়। ব্রিজটি দ্রুত মেরামত করা না হলে এলাকার মানুষের খুব কষ্ট হবে। সংযোগ সড়কটি ভেঙে পড়ায় কোন যানবাহনসহ সাধারণ পথচারীরাও পারাপার হতে পারছে না।
স্থানীয় আশরাফুল ইসলাম জানান, এ ব্রিজ ও সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে প্রায় ৫০ হাজার লোক প্রতিদিন যাতায়াতসহ মালামাল আনা নেয়া করে। এছাড়া লোকজন এ সড়ক দিয়ে তারাগঞ্জ, সৈয়দপুর, নিতাই ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজে যাওয়া আসা করে। সড়কটি ভেঙে পড়ায় উভয়দিকে যাওয়া আসা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরও পড়ুনসৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ভাঙনের খবর পেয়েছি। সহকারী প্রকৌশলী ওই এলাকায় রয়েছে। তবে ব্রিজটি যেহেতু এলজিইডি কর্তৃক নির্মিত তাই সহকারী প্রকৌশলীকে এলজিইডির প্রকৌশলীকে অবগত ও মেরামতের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি।
উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, ব্রিজের গোড়া ধ্বসে পড়ে সংযোগ সড়ক ভেঙে পড়েছে এবং উভয়দিকের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। আজকের মধ্যেই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এলজিইডিকে দ্রুত চলাচল ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন