বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখী হবে শহিদ শিমুল একাদশ বনাম শহিদ রাতুল একাদশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া শহর বিএনপি’র সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এবং বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বগুড়া বাস-মিনিবাস মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ।
এদিকে, আজ সোমবার একমাত্র সেমিফাইনালে শহিদ সাব্বির একাদশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উন্নীত হয় শহিদ রাতুল একাদশ। বিকেলে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে শহিদ সাব্বির একাদশের বিপক্ষে টসে জিতে শহিদ রাতুল একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান করে শহিদ সাব্বির একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান আসে আব্দুস ছালামের ব্যাট থেকে।
১৭ রান করেন দেলোয়ার। শহিদ রাতুল একাদশের আমিন ইসলাম এবং মনির একটি করে উইকেট শিকার করেন। জবাবে শহিদ রাতুল একাদশ অরুপ রতনের ৩০ রানে ভর করে চার বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। দলের পক্ষে স্মরণ ১৭ এবং আওয়াল অপরাজিত ১২ রান করেন। শহিদ সাব্বির একাদশের দেলোয়ার এবং এনাম বাবু একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুনবিজয়ী দলের অরুপ রতন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এর আগে দিনের প্রথম ম্যাচে শহিদ আব্দুল মান্নান একাদশকে ৪৩ রানে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয় শহিদ শিমুল একাদশ। টসে জিতে শহীদ শিমুল একাদশ প্রথমে ব্যাট করে ২ উইকেটে ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াদ ২৬ এবং আল-আমিন অপরাজিত ২৪ রান করেন।
শহিদ আব্দুল মান্নান একাদশের শাওন রহমান এবং মাজেদুর রহমান একটিটি করে উইকেট লাভ করেন। জবাবে আব্দুল মান্নান একাদশ ৯ উইকেটে ৪৯ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত ছিলেন মুক্তার শেখ। শাওন রহমান করেন ১২ রান। শহিদ শিমুল একাদশের সাইফুল, আল-আমিন এবং রিয়াদ দু’টি করে এবং মীর হায়দার আলী বাদশা একটি উইকেট শিকার করেন। বিজয়ী দলের আল-আমিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
ম্যাচ পরিচালনা করেন খালেদ মাহমুদ রুবেল, সিরাজুল ইসলাম সাজু, এইচ আলিম এবং মীর হায়দার আলী বাদশা। স্কোরারের দায়িত্বে ছিলেন জি আর কানু।
মন্তব্য করুন