ভিডিও সোমবার, ২৬ মে ২০২৫

দিনাজপুরে পতিত আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীসহ গ্রেফতার ১০৮

দিনাজপুরে পতিত আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীসহ গ্রেফতার ১০৮, ছবি সংগৃহীত

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর জেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৩৫ নেতাকর্মীসহ ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার দিনাজপুর পুলিশ সুপার মো. মারফাত হোসাইন এতথ্য জানান।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ঘটনায়, দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) ৩৫ জন পলাতক নেতা-কর্মীসহ ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (৫৫), বর্তমান সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান (৫৩), সহ-সম্পাদক জাকিরুল ইসলাম (৫২), একই উপজেলার পলিপ্রয়োগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম (৫৪), জেলার ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম (৫০), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলজার রহমান (৫৩), ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজ মন্ডল (৬০), একই উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী (৫২), নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছগির, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান(৪০),দিনাজপুর পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুনতাসীর মামুন মিলন (৪৮), পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত ও হোসেন ওরফে রাফি (৩৮), সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রকি হাসান (২৫), পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মাকছেদুর রহমান শাহজাদা (৪৬), শহরে পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন (৫০), সদর উপজেলার চেহেলগাজী  ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক সাদিকুল ইসলাম (৪০), সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম (৫৩), সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহিনুর ইসলাম (৪০), সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য  আজগার আলী (৪৫) ও দিনাজপুর পৌর আওয়ামী লীগের নির্বাহী সদস্য রিয়াজুল ইসলামসহ (৫৪) নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীসহ বিভিন্ন অপরাধে ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

দিনাজপুর গোয়েন্দা শাখার এএসপি হৈমন্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন    নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট