ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

বগুড়ার শিবগঞ্জে সড়কে গভীর গর্তের কারণে তিন  গ্রামের মানুষের যাতায়াত বন্ধ এক মাস

বগুড়ার শিবগঞ্জে সড়কে গভীর গর্তের কারণে তিন  গ্রামের মানুষের যাতায়াত বন্ধ এক মাস। ছবি : দৈনিক করতোয়া

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের এক সড়কে ভারি বৃষ্টিপাতে পানির চাপে বড় আকারে গর্তের সৃষ্টি হয়েছে প্রায় এক মাস আগে। ওই গর্তের কারণে স্কুল ভবন ও পাকা সড়ক হুমকিতে পড়েছে। শিবগঞ্জের ধোন্দাকোলা গ্রামে ধোন্দাকোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে করতোয়া নদীর তীরের ওপর।

সরজমিনে দেখা যায়, বিদ্যালয়টির ভবন ঘেঁষে যাওয়া পাকা সড়ক দিয়ে তিন গ্রামের মানুষ যাতায়াত করেন। চলতি মাসের প্রথম দিন থেকে টানা তিন দিন ভারি বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানির চাপে স্কুলটির পাকা ভবন ঘেঁষে ও সড়কের বেশিভাগ অংশ ভেঙে বড় আকারে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি প্রায় ২২ ফুট গভীর। যেকোন সময় স্কুল ভবনটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গর্তের কারণে তিন গ্রামের মানুষ সড়কটি দিয়ে যাতায়াত করতে পারছেন না।

স্কুলের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন ও গ্রামবাসীরা জানান, এই গর্তের সৃষ্ট সমস্যা নিয়ে গত ৪ আগস্ট দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশ হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে বলেছেন তারা। কিন্তু তারপরও গর্তটি ভরাট করে সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি।

আরও পড়ুন

স্কুলটির প্রধান শিক্ষক দুলালী বেগম জানান, গভীর গর্তের কারণে স্কুল ভবন হুমকির পাশাপাশি কমলমতি শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। কারণ, অসাবধানতায় শিক্ষার্থীরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে।

স্থানীয় শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, স্কুল শিক্ষক ও গ্রামবাসীরা ওই গর্তের সমস্যার বিষয়টি তাকে জানিয়েছেন। তিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান জানান, বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন এবং দ্রুত সড়কের গর্ত ভরাট এবং সংস্কারের উদ্যোগ নিবেন বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড় দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক

উর্বীসহ তিন তারকার এক রাতের ঘটনায় ‘বিনোদিনী’

দেশে নির্বাচনের নামে যা হয়েছে, বিশ্বের কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে- বগুড়ায় মাহমুদুর রহমান মান্না

নওগাঁয় অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ডাদেশ

স্বামীকে বাঁচাতে কলিজার টুকরা দিলেন স্ত্রী, মারা গেলেন দুজনেই

কাজী নজরুলের ‘আলেয়া’তে কাকলী চরিত্রে শিউলী শিলা