দিনাজপুরের নবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খয়েরগুনি (খিড়কিনি) গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া শাখা করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপরোক্ত গ্রামের আব্দুস ছালামের স্ত্রী মর্জিনা খাতুন প্রথম নদীতে ভাসমান লাশটি দেখতে পায়। এরপর এলাকাবাসী লাশটি টেনে নদীর কিনারায় নিয়ে রাখে। এরপর পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল।
আরও পড়ুনমন্তব্য করুন