ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

উচ্ছ্বসিত বিপাশা কবির

বিপাশা কবির

অভি মঈনুদ্দীন ঃ গতকাল ছিলো বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের বেশ ব্যস্ত একজন অভিনেত্রী, নায়িকা বিপাশা কবিরের জন্মদিন। যেহেতু দীর্ঘদিন ধরেই তিনি আমেরিকাতে আছেন সে কারণে তার নতুন কোনো কাজের খবরে তিনি না থাকলেও নানান সময়ে তাকে নিয়ে মিডিয়াতে টুকটাক বেশ আলোচনাও হয়। ক্যারিয়ারের শুরুতে নাটকে অভিনয়ে মনোযোগ দিলেও পরবর্তীতে সিনেমাতে আইটেম গান-এ তাকে দেখা যায়। আবার সিনেমার নায়িকা হিসেবেও তিনি অভিনয় করেছেন। যখন সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন তখন আর আইটেম গানে তাকে দেখা যায়নি। একটা সময় এসে জীবনের প্রয়োজনে তিনি আমেরিকা চলে যান। এখন সেখানেই আছেন।

গতকাল ছিলো বিপাশা কবিরের জন্মদিন। জন্মদিনে তাকে দেশে বিদেশে অবস্থানরত তার পরিবারের মানুষজন’সহ অনেক শুভাকাঙ্খী, সহকর্মী তাকে নিয়ে নানান ধরনের কথা লিখে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তাকে নিয়ে এমন কিছু কথা লিখেছেন যা পড়তে গিয়ে তিনি আবেগাপ্লুতও হয়ে পড়েছেন।

যে মানুষটির লেখা বিপাশাকে সবচেয়ে বেশি আবেগাপ্লুত করেছে তিনি হচ্ছেন মোহাম্মদ মিজানুর রহমান। তিনি লিখেছেন,‘ আমার এই ক্ষুদ্র জীবনে, যে ক’জন মানবিক ও পরোপকারী মানুষের সাথে পরিচয় ঘটেছে তারমধ্যে তিনজন আছেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা। আপনি তাদের মধ্যে অন্যতম একজন। আজ আপনার জীবনের একটি বিশেষ দিন। শুভ জন্মদিন প্রিয় পরোপকারী নায়িকা। সুস্থতায়, নিরাপদে, আনন্দমুখর কাটুক আপনার আগামী। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।’ মিজানুর রহমানের এই শুভেচ্ছা বার্তার উত্তরে বিপাশা লিখেছেন, ‘ভাই সিরিয়াসলি, আমি যখন কঠিন সময়ে ছিলাম, আমেরিকা আসতে পারছিলাম না- কঠিন সময় পার করছিলাম আর ঠিক সেই সময়ে একজন মানুষ আমাকে সহযোগিতা করেন তিনি হলেন আপনি। হাজার হাজার শুকরিয়া ভাই। সবকিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ।’

বাংলাদেশের চলচ্চিত্রের প্রখ্যাত খল-অভিনেতা মিশা সওদাগর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘ বিপাশা তুমি ভালো মানুষ। ভালো একজন অভিনেত্রী। শুভ জন্মদিন।’চিত্রনায়িকা শাহনূর লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে কিউটি ডল বিপাশা কবির। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বোন।’

আরও পড়ুন

এছাড়া আরো অনেকেই বিপাশা কবিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লাক্স তারকাভিনেত্রী হিসেবে মিডিয়াতে অভিনেত্রী বিপাশা কবিরের যাত্রা শুরু হয়েছিলো। দেশের প্রতিথযশা গুনী অভিনেত্রী ও নাট্যনির্দেশক রুমানা রশীদ ঈশিতার পরিচালনায় প্রথম নাটকে অভিনয় করেন বিপাশা। এরপর হিমু আকরামের ‘জলছাপ’, শাহরিয়ার নাজিম জয়ের ‘আরো যাবো না এভারেস্ট’,‘ আলভী আহমেদ’র ‘সমীকরণ’সহ আরো বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি। সিনেমাতে তিনি প্রথম অভিনয় করেন শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’- এ। একজন নায়িকা হিসেবে এরপর তিনি বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছেন। নায়িকা হিসেবে তার অভিনীত আলোচিত সিনেমা হচ্ছে ‘গুণ্ডামি’,‘ পোড়ামন’,‘ ক্রাইম রোড’,‘ জিরো থেকে টপ হিরো’,‘ থেকে টপ হিরো’,‘ ছেলে দ্যা লোফার’,‘ পাষাণ’,‘ খাস জমিন’, ‘পরাণে পরাণ বান্ধিয়া’,‘ আড়াল’ ইত্যাদি। বিভিন্ন সিনেমাতে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন সময়ে ‘বাবিসাস অ্যাওয়ার্ড’ (২০১৫ ও ২০১৬’তে), ‘সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড’,‘ এজেএফবি স্টার অ্যাওয়ার্ড’সহ আরো বেশকিছু সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন।

এদিকে বিপাশা কবির অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমা তিনটি হচ্ছে বাপ্পী খানের ‘সোলমেট’, কালাম কায়সারের ‘যার নয়নে যারে লাগে ভালো’ ও রেজা হাসমতের ‘জেদী মেয়ে’। বিপাশা কবির দুটি ওয়েব ফিল্মে অর্ভিনয় করেও দারুণ প্রশংসিত হয়েছিলেন। ওয়েব ফিল্ম দুটি হচ্ছে ‘জার্নি’ ও ‘আঘাত’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী জামাইবরণ মেলা রোববার থেকে শুরু

গণআন্দোলন করে ফ্যাসিবাদ উল্টে দেওয়া পরও আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখা দিয়েছে : বগুড়ায় নজরুল ইসলাম খান

সাংবাদিক উপস্থিতি যথাযথ না হওয়ায় ফারুকীর সম্মেলন স্থগিত

প্রবাসীদের রেমিট্যান্স সহজে ব্যাংকিং চ্যানেলে দেশে আনার সুযোগ সৃষ্টি করা হয়েছে : বগুড়ায় ‘মানিলন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বক্তারা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হলেন যারা

ধর্ম উপদেষ্টার সাথে থাইল্যান্ডের গ্র্যান্ড মুফতির সাক্ষাৎ