তারুণ্যের সমাবেশে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

আজ শনিবার বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে রাজশাহী ও রংপুর বিভাগের লক্ষাধিক তরুণের সমাগম ঘটাতে চায় আয়োজকরা। সে জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সে লক্ষ্যে শুক্রবার বগুড়া শহরের হোটেল মমইনে ‘তারুণ্যের সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, শনিবার বিকেল ৩টায় শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে তারুণ্যের সমাবেশ আয়োজন করার প্রস্তুতি চলছে ।
তারুন্যের সমাবেশে গাড়ি পার্কিং সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয় আগামী ২৪ মে ২৫ ইং শনিবার সেন্ট্রাল হাই স্কুল মাঠ বগুড়া তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে _বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের বাস, গাড়ি পিকআপ, মাইক্রোবাস, হাইস রাখার ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে
আরও পড়ুননির্দেশনা অনুযায়ী পার্কিং পরিকল্পনা নিম্নরুপ:
রাজশাহী বিভাগ : জেলাগুলো থেকে আগত গাড়ি বনানী হয়ে শাকপালা চারমাথা হয়ে শহীদ চান্দু স্টেডিয়াম (ফুটবল মাঠে) পার্কিং করবে সেখান থেকে সমাবেশে অংশগ্রহণকারীদের পায়ে হেঁটে মূল সমাবেশ স্থলে প্রবেশ করতে হবে।
রংপুর বিভাগ: জেলাগুলো থেকে আগত গাড়ি মাটিডালি মোড় হয়ে চারমাথা ও তিনমাথা পেরিয়ে সরকারি আজিজুল হক কলেজ মাঠে পার্কিং করবে সেখান থেকে সমাবেশে অংশগ্রহণকারীদের পায়ে হেঁটে মূল সমাবেশ স্থলে প্রবেশ করতে হবে। সমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত পথ ও পার্কিং নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হলো।
মন্তব্য করুন