ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নড়াইলে টিকটকে পরিচয়ের পর বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন

নড়াইলে টিকটকে পরিচয়ের পর বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন

নিউজ ডেস্ক:  নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে সৌদি আরব প্রবাসী আশিকুর রহমান সাব্বিরকে (৩০) বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। 

শুক্রবার (২৩ মে) বেলা ১১টা থেকে অনশন শুরু করেন ওই কলেজছাত্রী।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘‘প্রায় আট মাস আগে সাব্বিরের সঙ্গে আমার টিকটকে পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর সাব্বিরের সঙ্গে মাঝে মধ্য ভিডিও কলে কথা হতো। একপর্যায়ে বিয়ের প্রলোভনে সে আমার ‘আপত্তিকর ছবি’ দেখতে চায়। সরল মনে ছবি দেই। পরে সেই ছবি দিয়ে সে আমাকে ব্লাকমেইল করার চেষ্টা করে। এরপর তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই।’’

তিনি আরো বলেন, ‘‘এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন সেই ছবি আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেয় সাব্বির। এ ঘটনার জেরে আত্মহত্যার চেষ্টাও করি। কিন্তু, পরিবারের লোকজনের বাধায় করতে পারিনি। শুক্রবার সাব্বিরের বাড়িতে উঠেছি। এখন ওকে বিয়ে করা ছাড়া আমার আর উপায় নেই। মরলে এই বাড়িতে মরবো।’’

অভিযুক্ত সাব্বিরের বাবা হায়দার আলী বলেন, ‘‘মেয়েটির সাথে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। সে যেসব ছবি দেখাচ্ছে, ওগুলো এডিট করা মনে হচ্ছে।’’

আরও পড়ুন

তবে সাব্বিরের মা বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘‘ওই মেয়ের সঙ্গে আমার ছেলের সম্পর্ক আছে।’’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘‘গ্রামবাসী সাব্বিরের বাবাকে মেয়েটিকে মেনে নেওয়ার জন্য বলেছিল। তবে, তারা সেই কথার গুরুত্ব দেয়নি।’’

লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘‘এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার