দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা রেল কর্মচারীর হাত বাঁধা দ্বি-খন্ডিত লাশ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা যাওয়া ভরত চন্দ্র রায় (৫২) নামে এক অস্থায়ী রেল কর্মচারীর দ্বি-খন্ডিত লাশ পুলিশ উদ্ধার করেছে। তিনি উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালিবাড়ী কুমারপাড়া গ্রামের মৃত সন্তোষ চন্দ্রের ছেলে এবং পার্বতীপুর পিডব্লিউআই অফিসে অস্থায়ী কর্মচারী (ওয়েম্যান) হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছোট ছেলে রিপন (২৪) তার বাবার লাশটি শনাক্ত করে। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর শরের হলদীবাড়ী রেলগেটের দক্ষিণে বার্মা পেট্রোল পাম্পের পূর্বপাশে পার্বতীপুর-ফুলবাড়ী রুটে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠায়।
আরও পড়ুনপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির দুই হাত বাঁধা ছিল। তাকে হত্যার পর রেললাইনে ফেলে রাখে এবং ভোরে কোন চলন্ত ট্রেনে কাটা পড়ে তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়। দিনাজপুর সিআইডি’র সিনিয়র এএসপি ফারুক আহমেদ, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম ও জিআরপি থানার ওসি ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে জিআরপি থানায় হত্যা মামলা হয়েছে।
মন্তব্য করুন