ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত। প্রতীকী ছবি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মনিজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, মনিজা বেগম গতকাল বৃস্পতিবার সকালে তার ছেলের শ্বশুর বাড়ি দক্ষিণ কোলকোন্দ ভাই ভাই মোড় এলাকায় যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি মনিরাম গ্রাম থেকে অটোরিকশা যোগে বের হন। ভাই ভাই মোড় এলাকায় পৌঁছালে অটোরিকশার ভাড়া দিয়ে রাস্তা পার হওয়ার সময় গঙ্গাচড়া বাজার থেকে বড়াইবাড়ী বাজারের উদ্দেশ্যে যাওয়া একটি অটোরিকশা মনিজা বেগমের বাম কাধে ধাক্কা দিলে তাৎক্ষণিক ওই বৃদ্ধা রাস্তায় পড়ে যায়। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন

এসময় অটোরিকশা রেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না”

রাবিতে হল সংসদ নির্বাচনে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

গাড়ি পোড়ানোর মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ফখরুল-গয়েশ্বরসহ ৭৭ জন

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমান: তাজুল ইসলাম

জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

এডাস্টে ‘ফলাফল ভিত্তিক শিক্ষা ও পাঠ্যক্রমের সামঞ্জস্যতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত