ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেলার প্রকাশ 

সংগৃহিত,হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেলার প্রকাশ 

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র ট্রেলার। প্রায় ২ মিনিটের ট্রেলারেই দর্শক জমজমাট এক সিরিজের আভাস পেয়েছেন। জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এবং অভিনেতা মোশাররফ করিমের মুখ্য ভূমিকার এই সিরিজ এরইমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

ট্রেলারে দেখা যায়, ট্রাক ড্রাইভার আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতি পড়ে সাতটা বিয়ে করেছে। প্রতিটি স্ত্রীর জীবনেই আব্বাস এক এক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম সবই জানে।

ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সেই পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? উত্তর মিলবে পুরো সিরিজটি প্রকাশ হলে।

সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী- রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি। প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ।

আরও পড়ুন

পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘এই সিরিজে যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। আব্বাস চরিত্রটি এমন একজন মানুষ যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীদের মন জয় করে ফেলে, কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সবসময় এক গভীর দ্বন্দ্বে ভোগে। আমার একজন অভিনেতা প্রয়োজন ছিল যার অভিনয় ক্ষমতা এমন যে ক্ষণে ক্ষণে চরিত্র এর রুপ পরিবর্তন করতে পারে। মেথড অভিনয়ের পারদর্শী যা এই শহরে দুই একজনই আছে। তাদের মধ্যে মোশারফ করিম একজন।’

অমিতাভ নিশ্চিত করলেন, সিরিজটি আগামী ৫ জুন মুক্তি পাবে ওয়েব প্লাটফর্ম হইচই-তে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা, বন্ধ মনোনয়নপত্র বিতরণ

বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামীসহ আটক ৭

নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

নুরের অবস্থা আগের তুলনায় ভালো : ঢামেক পরিচালক

কুড়িগ্রামে ভেজাল সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমানা